রুয়েট, কুয়েট, চুয়েট ইঞ্জিনিয়ারিং ভর্তি সার্কুলার ২০২০-২১ । CUET RUET KUET Admission 2021

 

 


রুয়েট, কুয়েট, চুয়েট ইঞ্জিনিয়ারিং ভর্তি সার্কুলার ২০২০-২১

 

 ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) একসাথে অথ্যাৎ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। গত ২০ এপ্রিল ২০২১ সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি  এবং সদস্য সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে এই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ আমরা এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

 

 

 ভর্তি টাইমলাইন

 

ভর্তি আবেদন শুরু: ২৪ এপ্রিল ২০২১ (সকাল ৯টা)।

ভর্তি আবেদন শেষ: মে ২০২১ (বিকাল ৫টা)।

ভর্তি পরীক্ষার তারিখ: ১২ জুন ২০২১।

ভর্তি আবেদন লিংক: https://admissionckruet.ac.bd

পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবে:  ৩০ হাজার (সর্বোচ্চ)

 মেধা তালিকা প্রকাশ: ৩০ জুন ২০২১

মোট আসন সংখ্যা: ৩২০১ টি।

 পরীক্ষার কেন্দ্র: রুয়েট, চুয়েট, কুয়েট প্রতিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনকৃত প্রার্থী তার বাসার দূরত্ব বিবেচনায় ভেন্যু নির্বাচন করবে।

 মূল্যায়ণ করা হবে: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

 

 

                                    বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন সংখ্যা

 

ক্রমিক নং

বিশ্ববিদ্যালয়ের নাম

আসন সংখ্যা

সংরক্ষিত আসন সংখ্যা

মোট আসন সংখ্যা

 

০১

 

চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

 

৮৯০

১১

৯০১

 

০২

 

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

 

১০৬০

০৫

 

১০৬৫

 

০৩

 

রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

 

১২৩০

০৫

১২৩৫

সর্বমোট

৩১৮০

২১

৩২০১

 

 

ভর্তি পরীক্ষার মানববণ্ঠন ও পরীক্ষার তারিখ

 

গ্রুপ

 বিভাগ

মোট নম্বর

পরীক্ষার তারিখ

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ

৫০০ নম্বর (McQ)

১২ জুন ২০২১ (সকাল ১০টা – ১২:৩০ পর্যন্ত)

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিভাগ

৭০০ নম্বর (McQ ও মুক্তহস্ত চিত্র অঙ্কন )

১২ জুন ২০২১(সকাল ১০টা – ১:৪৫ পর্যন্ত)

 

 

                                                 ভর্তি আবেদন ফি

 

গ্রুপ

 বিভাগ

আবেদন ফি  

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ

৯০০ টাকা

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিভাগ

১০০০ টাকা



 

                                          আবেদনকারীর যোগ্যতা

 

ক) অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।  

খ) আবেদনকারীকে অবশ্যই ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। 

গ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ইংরেজী, পদার্থ, রসায়ন গণিত বিষয়ে পৃথকভাবে প্রতিটিতে গ্রেড পয়েন্ট .০০ থাকতে হবে। অর্থাৎ চার বিষয়ে সর্বমো মোট গ্রেড পয়েন্ট ২০.০০ পেতে হবে। 

ঘ) বিদেশী বা ইংরেজি বোর্ডে পড়লে উল্লেখ্য গ্রেডের সমমান হতে হবে। বায়ো মেডিকল ইঞ্জিনিয়ারিং ভর্তি  হতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট .০০ পেতে হবে।

ঙ) এ-লেভেল, ও-লেভেল ভতিচ্ছু প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ যোগ্যতা নিচের ভর্তি বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জেনে নিন। 



রিলেটেড সার্চ:  চুয়েট, রুয়েট ও কুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২১ | CUET RUET KUET Admission 2021 | চুয়েট রুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | CUET RUET KUET Engineering Admission Circular 2020-2021 | চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) । খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ।