আরব বিশ্বে নারী কৃতিত্ব

 

 

 বি.দ্র: চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্তে আমরা সাম্প্রতিক প্রশ্নের পর্ব সাজিয়েছি। আশা করি এই পর্ব থেকে শতভাগ কমন পড়বে। এই পর্বের আজ থাকছে প্রথম পর্ব।

 

 

মুসলিম বিশ্বের প্রথম মঙ্গল অভিযান:

 

সারাহ আমিরি

               সারাহ আমির

 

  • প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে যাত্রা করেছে- সংযুক্ত আরব আমিরাত (২০ জুলাই,২০২০)।
  • নেতৃত্বদান কারী বিজ্ঞানী- সারাহ আমিরি ।
  • মিশনের নাম- হোপ মিশন।
  • মহাকাশযানের নাম- আল – আমাল ( আশা )।
  • যাত্রা- জাপানের তানেগাশিসা স্পেস সেন্টার থেকে (লক্ষ্যে পৌঁছবে ২০২১ সালে)।
  • সারাহ আল আমিরি সংযুক্ত আরব আমিরাতের অ্যাডভান্সড সাইন্স বিষয়ক প্রতিমন্ত্রী।
  • সারাহ বিনতে ইউসিফ আল আমিরি হলেন সংযুক্ত আরব আমিরাতের বিজ্ঞানী পরিষদের প্রধান এবং আমিরাত মঙ্গল পরিকল্পনার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এবং বিজ্ঞান বিষয়ক মন্ত্রী।

 

 

 আরবি সাহিত্যিক হিসেবে প্রথম বুকার জয়-

 

 

জোখা আলহার্থি

 

জোখা আলহার্থি


  •  সাহিত্যিক- জোখা আলহার্থি।                 
  • দেশ- ওমান।
  • উপন্যাস-সেলেস্টিক বডিস।
  • ইংরেজি অনুবাদক-মারিলিনবুহ (USA)।
  • পুরস্কার পান- ২০১৯ সালে।
  • সাহিত্যে বুকার পুরস্কার দেওয়া হয়- ইংল্যান্ড থেকে।
  •  বুকার পুরস্কার প্রদান শুরু হয়- ১৯৬৯ সালে।
  • বুকার জয়ী প্রথম ঔপন্যাসিক- পি.এইচ.নিউবি।('Something to answer for' উপন্যাসের জন্য)।
  • জোখ আলহার্থি আরবী ভাষী ওমানী ঔপন্যাসিক ও সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আরবী ভাষী সাহিত্যিক হিসেবে তিনিই প্রথম বৃটেনের সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পান।
 
 
 
 
 সম্প্রতি সৌদি আরবে নারীদের দেয়া হয়েছে যে সকল অধিকার:
 
  • গাড়ি চালানোর অনুমতি (২০১৮ সালে)।

  • বিদেশে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ (২০১৯ সালে)।

  • সৌদি স্টক এক্সচেঞ্জে নারী চেয়ারপারসন নিয়োগ (২০১৭ সালে)।

  • নির্বাচনে ভোট প্রদান ও অংশগ্রহণের অধিকার (২০১৫ সালে)।

  • রক্ষণশীল শুরা কাউন্সিলে ৩০ জন নারী শপথ নেন (২০১৩ সালে)।

  • সাইকেল ও মোটরসাইকেল চালানোর অনুমতি প্রদান(২০১৩ সালে)।

  • অলিম্পিকের নারী অ্যাথলেটি অংশগ্রহণের অনুমতি(২০১২ সালে)।

  • মন্ত্রিপরিষদে নারী মন্ত্রী নিয়োগ (২০০৯ সালে)।

  •  ২১ বছরের উর্ধ্বে নারীদের বিদেশে যাওয়ার অনুমতি।

  •  সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী- ড. তামাদেয় বিনতে ইউসেফ আল - রামাহ।

  •  অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম হিজাবধারী সৌদি অ্যাথলেটি- সারাহ আত্তার। 



সৌদি আরব দুই দেশে নিয়োগ দিল নারী রাষ্ট্রদূত-
 
রীমা বিনতে বান্দার

রীমা বিনতে বান্দার

 


  • সৌদিআরবেরপ্রথমনারীরাষ্ট্রদূত- রীমাবিনতেবান্দার
  • যেদেশেনিযুক্তহয়েছে- মার্কিনযুক্তরাষ্ট্রে
 

আমাল ইয়াহহিয়া আল - মোয়ালি মিকে

আমাল ইয়াহহিয়া আল - মোয়ালি মিকে

 

  • সৌদি আরবের দ্বিতীযনারী রাষ্ট্রদূত- আমাল ইয়াহহিয়া আল - মোয়ালি মিকে
  • যে দেশে নিযুক্ত হয়েছে- নরওয়ে
 
 
মন্ত্রী ‍ও অ্যাথলেট:
 
সারা আত্তার

          সারা আত্তার      

 

অলেম্পিকে অংশগ্রহনকারী প্রথম হিজাবধারী সৌদি অ্যাথলিট  – সারা আত্তার।
 
 
ড. তামায়েদ বিনতে ইউসুফ আল-রামাহ 
 
সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী-ড. তামায়েদ বিনতে ইউসুফ আল-রামাহ।