ছুটি বাড়ছে প্রাথমিক বিদ্যালয়ে

ছুটি বাড়ছে প্রাথমিক বিদ্যালয়ে


দেশে করোনার প্রকোপ না কমায় মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিক বিদ্যালয়ের ছুটিও বাড়ছে। তবে, কি শর্তে বাড়ানো হবে তা নিয়ে কাজ করছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বরীন্দ্রনাথ রায় জানান, অন্যান্যবার মাধ্যমিক উচ্চমাধ্যমিকের সাথে মিল রেখে প্রাথমিকের ছুটি বাড়ানো হয়েছিলো। এবারও তাই হবে। এটা নিয়ে কাজ চলছে। আজকের (রবিবার) মধ্যে এ বিষয়ে ঘোষণা হবে।

এদিকে মাধ্যমিক স্কুল কলেজের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়িয়ে শনিবার (১৫ মে) রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যসুরক্ষা সার্বিক নিরাপত্তা বিবেচনায় করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।