৪২তম বিসিএস’র ভাইভা স্থগিত

৪২তম বিসিএস’র ভাইভা স্থগিত


 

সারাদেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান বিধি নিষিদের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)

  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান বিধি নিষিদের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়েছে। সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিল হওয়ার পর মৌখিক পরীক্ষার পরবর্তী  তারিখ জানানো হবে বলে জানায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)


এর আগে গত ৫ মে এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভার সূচি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)

 

এসময় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম বিসিএস (বিশেষ) ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা শুরু হবে আগামী ২৩ মে থেকে । পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম দিনে ২২০ জন ভাইভায় অংশ নিবে। ওই দিন সকাল দশটা থেকে ভাইভা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কোনো সাক্ষাৎকার পত্র ডাকযোগে পাঠানো হবে না। প্রার্থীদের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট থেকে সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেখানে সাক্ষাৎকার পত্রটি আপলোড করা থাকবে।

গত বছর মহামারি করোনার প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)গত ২৬ ফেব্রুয়ারি ওই বিসিএসসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার মাস খানেক পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় হাজার ২২ জন।