জাবিতে ভর্তি আবেদনের তারিখ পেছালো


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।  এই সিদ্ধান্তে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত। একইসাথে, গত বছরের ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক আবু হাসান।

তিনি জানান, পূর্বের সভাগুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু সুপারিশ ছিলো। তবে, চূড়ান্তভাবে গৃহীত হয়নি। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, গতবারের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ভর্তি পরীক্ষার ফি বাড়ানো না হলেও গতবারের তুলনায় জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে।

এসময় তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষার তারিখ করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরে জানানো হবে।

এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  ভর্তি পরীক্ষার জন্য দুই পর্বে আবেদন এবং জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পঞ্চম সভায়। এসময় ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক আবেদন ফি ১১০০ ইন্সটিটিউটগুলোতে ৭০০ টাকার কথা বলা হয়েছিলো। কিন্তু গত শিক্ষাবর্ষে (২০১৯-২০) ইউনিট ভিত্তিক আবেদন ফি ছিলো ৬০০ টাকা  এবং ইন্সটিটিউটগুলোতে ছিলো ৪০০ টাকা। ###

 

রিলেটেড সার্চ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, জাবি ভর্তি বিজ্ঞপ্তি, জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি, জাবি ভর্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট, জাবি ভর্তি আপডেট, জাবি ভর্তি আপডেট ২০২১-২১, জাবি ভর্তি পরীক্ষার আপডেট ২০২১-২১, জাবি ভর্তি পরীক্ষার সবর্শেষ আপডেট, জাবি ভর্তি বিজ্ঞপ্তির সবর্শেষ আপডেট,