জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

 



২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি সার্কুলার ও যোগ্যতা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১


এক নজরে প্রাথমিক তথ্য: 

ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু : ১৫-১১-২০২১

ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ : ২৫-১১-২০২১

প্রাথমিক আবেদন ফি : ৬০০টাকা + সার্ভিস চার্জ। 

ভর্তি  ওয়েবসাইট:  https:// admission.jnu.ac.bd



জবি ভর্তি পরীক্ষার সময়সূচী


A ইউনিট (বিজ্ঞান শাখা):

পরীক্ষার তারিখ: ১৭ই অক্টোবর ২০২১।

পরীক্ষার সময়: দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।



B ইউনিট (মানবিক শাখা):

পরীক্ষার তারিখ: ২৪শে অক্টোবর ২০২১।

পরীক্ষার সময়: দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত।

 

C ইউনিট (বানিজ্য শাখা):

পরীক্ষার তারিখ: ০১লা নভেম্বর ২০২১।

পরীক্ষার সময়:  দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। 



আবেদনের যোগ্যতা:

GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 2021-21 শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে।


 

A ইউনিট (বিজ্ঞান শাখা):

যারা আবেদন করতে পারবে: বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি)।

ন্যূনতম যোগ্যতা: এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ . থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত  জিপিএ . এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য নহে।

পরীক্ষার বিষয়: ১) পদার্থবিজ্ঞান।

                             ২) রসায়ন।

                             ৩)গণিত, আইসিটি অথবা জীববিজ্ঞান।

 


B ইউনিট (মানবিক শাখা):

যারা আবেদন করতে পারবে: মানবিক, মিউজিক, গার্হস্থ অর্থনীতি,  মাদ্রাসা (সাধারণ, মুজাব্বিদ)

ন্যূনতম যোগ্যতা: এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ . থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত  জিপিএ . এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য নহে।

পরীক্ষার বিষয়: ১) বাংলা। 

                            ২) ইংরেজি।

                           ৩) বাংলাদেশ সমসাময়িক বিশ্ব।



C ইউনিট (বানিজ্য শাখা):

যারা আবেদন করতে পারবে: বানিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স

ন্যূনতম যোগ্যতা: এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ . থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত  জিপিএ . এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য নহে।

পরীক্ষার বিষয়: ১) হিসাব বিজ্ঞান।

                         ২) ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি প্রয়োগ।

                         ৩) ভাষাজ্ঞান।





জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০২১

যেসকল শিক্ষার্থী GST (General, Science & Technology) পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সকলেই আবেদনের সুযোগ পাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (www.jnu.ac.bd) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশকৃত বিজ্ঞপ্তির ছবি এবং পিডিএফ ফাইল নিচে প্রদান করা হয়েছে। আপনারা সুবিধা অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন।








পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: 





রিলেটেড সার্চ: জবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, জবি ভর্তি পরীক্ষা ২০২০-২০২১, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২০২১, ভর্তি বিজ্ঞপ্তি 2021, ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২০-২০২১, ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১, ভর্তি সার্কুলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ২০২০-২১।