এসএসসি রুটিন ২০২১ পিডিএফ ডাউনলোড (সকল শিক্ষাবোর্ড)

 




এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ (All Board SSC Exam Routine 2021) প্রকাশ। এসএসসি পরীক্ষার আপডেট। All Board SSC Exam Routine Update 2021


মহামারি করোনার মধ্যেই আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমানের পরীক্ষা। আগামী ২৩ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে। করোনার কারণে এই বছর এসএসসি পরীক্ষা হবে মোট তিনটি বিষয়ে। আজ আমরা এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।


এক নজরে এসএসসি পরীক্ষার সময় ও তারিখ: 

পরীক্ষার তারিখ:

এসএসসি পরীক্ষা শুরু: ১৪ নভেম্বর (রবিবার)।

এসএসসি পরীক্ষা শেষ: ২৩ নভেম্বর (মঙ্গলবার)।


পরীক্ষার সময়:

২০২১ সালের এসএসসির (SSC) প্রকাশিত রুটিন অনুযায়ী , প্রতিটি বিভাগে মোট তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুই শিফটে (সকাল ও বিকাল) নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ০১ ঘন্টা ৩০ মিনিট। 

সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

 সকাল সাড়ে ৯ টায় অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনি OMR শিট বিতরণ।

সকাল ১০.০০ টায় বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্র বিতরণ।

সকাল ১০.১৫ মিনিটে OMR শিট সংগ্রহ সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।


দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

দুপুর ০১.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনি OMR শিট বিতরণ।

দুপুর ০২.০০ টায় বহুনির্বাচনি (MCQ)  প্রশ্নপত্র বিতরণ।

দুপুর ০২.১৫ মি. OMR শিট সংগ্রহ সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

 

পরীক্ষার্থী সংক্রান্ত কিছু তথ্য:

এবারের পরীক্ষায় মোট শিক্ষার্থী: ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

এসএসসি পরিক্ষার্থী: ১৮ লাখ ৯৯৮ জন।

দাখিল পরিক্ষার্থী: ৩ লাখ এক হাজার ৮৮৭ জন

ভোকেশনাল পরিক্ষার্থী: ১ লাখ ২৪ হাজার ২২৮ জন।

গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে:  লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।

পরীক্ষার্থী বাড়ার হার দশমিক ৭৬ শতাংশ।

প্রতিষ্ঠান ও কেন্দ্র বেড়েছে: ১৫১টি, ১৬৭টি।  



এস এস সি পরীক্ষার রুটিন ২০২১

২০২১ সালের এসএসসির (SSC) প্রকাশিত রুটিন অনুযায়ী , প্রতিটি বিভাগে মোট তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুই শিফটে (সকাল ও বিকাল) নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ০১ ঘন্টা ৩০ মিনিট। 


Page_1


Page_2



রুটিন পিডিএফ




বিশেষ নির্দেশনাবলী:

মহামারি করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থী তার আসন গ্রহন করবে।

প্রত্যেক পরিক্ষার্থী তার নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।