ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২.৫৬ শতাংশ




১৪ নভেম্বর (রোববার) দুপুরে প্রকাশ করা হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। এই পোষ্টে পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান:

  • ভর্তিপরীক্ষার তারিখ- ০৯ অক্টোবর, ২০২১ (সাধারণ জ্ঞান)

                                           ২৬ অক্টোবর, ২০২১ (অঙ্কন)

  • ভর্তি পরীক্ষার নম্বর: ১২০।
  • আসন সংখ্যা- ১৩৫ টি
  • আবেদনকারীর সংখ্যা- ১৫,৪৯৫
  • অংশগ্রহণকারীর সংখ্যা- ১০,০৬৫
  • পাশের সংখ্যা (সমন্বিত)- ২৫৮
  • পাশের হার- ২.৫৬%

 

সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী:

এবারের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে কাবেরী আজাদ রামী। তিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী। ১২০ নম্বরের মধ্যে তার সর্বমোট স্কোর ১১০.২৫। তিনি  ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৯০.২৫। সাধারণ জ্ঞান অংশে পেয়েছেন ৩২.২৫। লিখিত অংশে পেয়েছেন ৫৮ নম্বর। এছাড়া, এসএসসি ও এইসএসসির রেজাল্টে জিপিএ ফাইভ থাকায় তিনি এ অংশে ২০ নম্বরের মধ্যে ২০ নম্বর পেয়েছেন।

 

যেভাবে ফলাফল জানা যাবে-

  • প্রত্যেক শিক্ষার্থী তার উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (admission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

  • এছাড়া, যেকোন মোবাইল নম্বর থেকে DU CHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS- তার ফলাফল জানতে পারবে।


 

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • আগামী ১৬ নভেম্বর ২০২১ হতে ২৩ নভেম্বর ২০২১ মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।


  • ভর্তিপরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৬ নভেম্বর ২০২১ হতে ২২ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।


  • কোন শিক্ষার্থী ফলাফল নিরীক্ষণের আবেদন করতে চাইলে ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ নভেম্বর ২০২১ হতে ২২ নভেম্বর ২০২১ পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবে। ##