২০২২ সালের সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ । government school admission 2022

স্কুল ভর্তি বিজ্ঞপ্তি, স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি, স্কুল ভর্তি, সরকারি স্কুলে ভর্তি 2021, সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ২০২১। 


সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 


২০২২ সালের দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েব সাইটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মহামারি করোনার কারণে এবার গত বছরের মতো ভর্তি ফরম বিতরণ করা হবেনা। শুধু অনলাইনে আবেদন করা যাবে।


সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি

আবেদন করতে নিচের Apply বাটনে ক্লিক করুন:




বিদ্যালয় নির্বাচন প্রক্রিয়া:

ঢাকা মহানগরীর ৪৪ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (৩টি ফিডার শাখাসহ) ৩টি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী সর্বোচ্চ ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এছাড়া, সারাদেশের আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি আবেদন করার সময়  থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে তারাও সর্বোচ্চ ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।

 এছাড়া, যে সকল বিদ্যালয়ে ডাবল শিফট রয়েছে সেসব বিদ্যালয়ে দুই শিফট পছন্দ করলে পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

 


সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

২০২২ সালের দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আপনাদের দেখার সুবিধার্তে বিজ্ঞপ্তিটি ছবি এখানে দেওয়া হলো। এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন-








শিক্ষকদের জন্য সংরক্ষিত আসন:

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরিরত শিক্ষক অথবা কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন চাকুরিরত প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে চাকুরিরত শিক্ষক অথবা কর্মচারীদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।

তবে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরিরত শিক্ষক অথবা কর্মচারী মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার তার সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। একইসাথে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরিরত শিক্ষক অথবা কর্মচারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তার তার সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে।

x