চলতি সপ্তাহে গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত

 

গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

 

দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। এক্ষেত্রে সংশ্লিস্ট বিশ্ববিদ্যালয়গুলো দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে সুবিধাজনক তারিখ নির্ধারণ করেছে। তবে, দেশের গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত এখনো না জানানোর কারণে বেশ দুশ্চিন্তায় রয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

 

গুচ্ছ প্রকৌশল ভর্তি পরীক্ষার সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন: 


 

 

তবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও তাদের ভর্তি পরীক্ষা পিছানোর কথা ভাবছে বলে জানিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন বৈঠক না করতে পারলেও চলতি সপ্তাহে কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিষয়ে গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আয়োজক কমিটির আহবায়ক চট্রগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . রফিকুল আলম বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে এখনো আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। নতুন করে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এসময় তিনি আরো জানান, করোনা প্রকোপের কারণে সরকার আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় আমরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিবো। ##

 

গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আরো তথ্য:

 

ভর্তি টাইমলাইন:

ভর্তি আবেদন শুরু: ২৪ এপ্রিল ২০২১ (সকাল ৯টা)

ভর্তি আবেদন শেষ: মে ২০২১ (বিকাল ৫টা)

ভর্তি পরীক্ষার তারিখ: ১২ জুন ২০২১।

ভর্তি আবেদন লিংক: https://admissionckruet.ac.bd

পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবে৩০ হাজার (সর্বোচ্চ)

 মেধা তালিকা প্রকাশ: ৩০ জুন ২০২১

মোট আসন সংখ্যা: ৩২০১ টি।

 পরীক্ষার কেন্দ্র: রুয়েট, চুয়েট, কুয়েট প্রতিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনকৃত প্রার্থী তার বাসার দূরত্ব বিবেচনায় ভেন্যু নির্বাচন করবে।

 মূল্যায়ণ করা হবে: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

 

ভর্তি আবেদনের যোগ্যতা: 

) অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 

) আবেদনকারীকে অবশ্যই ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। 

) উত্তীর্ণ শিক্ষার্থীদের ইংরেজী, পদার্থ, রসায়ন গণিত বিষয়ে পৃথকভাবে প্রতিটিতে গ্রেড পয়েন্ট .০০ থাকতে হবে। অর্থাৎ চার বিষয়ে সর্বমো মোট গ্রেড পয়েন্ট ২০.০০ পেতে হবে। 

) বিদেশী বা ইংরেজি বোর্ডে পড়লে উল্লেখ্য গ্রেডের সমমান হতে হবে। বায়ো মেডিকল ইঞ্জিনিয়ারিং ভর্তি  হতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট .০০ পেতে হবে।

) -লেভেল, -লেভেল ভতিচ্ছু প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ যোগ্যতা নিচের ভর্তি বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত জেনে নিন।

 

বিস্তারিত জানতে ক্লিক করুন:  Click Here   

 

 

বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা

ক্রমিক নং বিশ্ববিদ্যালয়ের নাম আসন সংখ্যা সংরক্ষিত আসন সংখ্যা মোট আসন সংখ্যা
০১ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৮৯০ ১১ ৯০১
০২ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১০৬০ ০৫ ১০৬৫
০৩ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১২৩০ ০৫ ১২৩৫

সর্বমোট ৩১৮০ ২১ ৩২০১

 

 

ভর্তি পরীক্ষার মানববণ্ঠন পরীক্ষার তারিখ

গ্রুপ বিভাগ মোট নম্বর পরীক্ষার তারিখ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৫০০ নম্বর (McQ) ১২ জুন ২০২১ (সকাল ১০টা – ১২:৩০ পর্যন্ত)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ৭০০ নম্বর (McQ ও মুক্তহস্ত চিত্র অঙ্কন ) ১২ জুন ২০২১(সকাল ১০টা – ১:৪৫ পর্যন্ত)

 

রিলেটেড সার্চ:  চুয়েট, রুয়েট কুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২১ | CUET RUET KUET Admission 2021 | চুয়েট রুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | CUET RUET KUET Engineering Admission Circular 2020-2021 | চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)